ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই যেন ইদানীং বেড়েছে মশা-মাছি ও পোকামাকড়ের উপদ্রব। তবে তা থেকে রেহাই পাওয়ার উপায়ও আছে। ‘প্রতি ৪৮ ঘণ্টা পর পর মশা জন্মের উৎসস্থল ধ্বংস করার জন্য ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতে সকাল আটটা থেকে ১১টা পর্যন্ত আবার বিকেল সাড়ে চারটা থেকে সূর্য ডোবার আধা ঘণ্টা পর্যন্ত ফগিং মেশিন থেকে ধোঁয়া দেওয়া হয়। এ ছাড়া পোকামাকড়ের বংশ নিধনের লক্ষ্যে নর্দমা পরিষ্কার, বদ্ধ জলাশয়গুলো পরিষ্কার, ম্যালেরিয়া যেন ছড়াতে না পারে সে জন্য উৎসস্থলগুলোতে পোড়া মবিলের মতো একধরনের কীটনাশক প্রয়োগ...

